Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি


২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৬

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রবিউল হোসেনকে আহ্বায়ক করে আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান ও সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটিকে গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্য সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, তার কারণ উদঘাটন ও দোষীদের চিহ্নিত করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী পাঁচজন কর্মী আহত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংঘর্ষ তদন্ত কমিটি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর