Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিবিআইয়ের ছবিতে সালমান শাহ’র আত্মহত্যা


২৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০৩

ঢাকা: দীর্ঘ ২৪ বছর সালমান শাহ’র মৃত্যুর রহস্য উন্মোচন করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পিবিআই জানিয়েছে, নায়িকা শাবনূরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের জেরে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। এছাড়া তার আত্মহত্যার আরও চারটি কারণ উল্লেখ করেছে পিবিআই।

বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ ছিল সালমান শাহ’র। এছাড়া মায়ের প্রতি তার অসীম ভালোবাসা এবং জটিল সম্পর্কের বেড়াজালে আবদ্ধ হয়ে পুঞ্জিভূত আবেগ অভিমানে রূপ নিয়েছিলে সালমানের। সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতাও ছিল তার।

পিবিআই আরও বলছে, সালমান শাহ ছিলেন অতিরিক্ত আবেগপ্রবণ। যে কারণে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন তিনি। এসবকিছু মিলিয়েই শেষ পর্যন্ত সালমান শাহ আত্মহত্যাকে নিজের জীবন শেষ করার পথ হিসেবে বেছে নেন।

সালমান শাহ’র আত্মহত্যার ঘটনাক্রম ছবিতে সাজিয়েছে পিবিআই। সেগুলো নিচে দেওয়া হলো।

নায়ক সালমান শাহ পিবিআই সালমান শাহ’র আত্মহত্যা