Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ইউপি সদস্যের দু’চোখ উপড়ে নিয়েছে দুর্বৃত্তরা


২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৫

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে নাজমুল হাসান রানা (৪০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের দু’টি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। রানা বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে এবং ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তার বাড়ির কাছে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রানার স্ত্রী মুকুল বেগম বলেন, ‘উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে উপড়ে ফেলেছে। ’ কিন্তু কি কারণে, তার ওপর হামলা হয়েছে তা জানাতে পারেনি স্ত্রী।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ পর থেকেই রানার ওপর হামলাকারীদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

ইউনিয়ন পরিষদ যুবলীগ নেতা

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর