Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪৩

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে জুয়েল রানা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন।

এসময় আসামি জুয়েল রানা আদালতে উপস্থিত ছিলেন। জুয়েল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদার ও বানেরা খাতুনের ছেলে।

কুষ্টিয়া জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দুপুরে আংদিয়া গ্রামে নিজেরে বাড়িতে পারিবারিক কলহের সময় জুয়েল রানার সঙ্গে তার মা বানেরা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল ক্ষিপ্ত হয়ে হাসুয়া ও কোদাল দিয়ে কুপিয়ে বানেরা খাতুনকে হত্যা করেন।

এই ঘটনায় জুয়েলের বাবা আজিজুল সরদার বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উজ্জল হোসেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর জুয়েল রানাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

শুনানি শেষে বিজ্ঞ আদালত মঙ্গলবার এই রায় দিলেন।

মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর