Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী পাপিয়ার ঘটনা জানতেন, তার নির্দেশেই গ্রেফতার’


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৭

ফাইল ছবি

ঢাকা: পাপিয়ার ঘটনা প্রধানমন্ত্রী জানতেন এবং তার নির্দেশেই পাপিয়াকে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন কাদের।

পাপিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘পাপিয়ার ঘটনা প্রধানমন্ত্রী নিজেই জানতেন এবং তার নির্দেশেই পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন গ্রেফতার করে পাপিয়াকে শাস্তি দিতে। দলীয় কর্মীদের শাস্তি দেওয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই রয়েছে। সুতরাং অপরাধ করে কেউ পার পাবে, এটা ভাবার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপিও তো ক্ষমতায় ছিল, তাদের নেতাকর্মীরা কত লুটপাট ও দুর্নীতি করেছে, কিন্তু কোনো অপকর্মের জন্য বিএনপি নেতা-কর্মীদের শাস্তি দিয়েছে, এ নজির নেই। এ সৎ সাহস তাদের নেই; এ সৎ সাহস একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। অপরাধ করলে যে নিজ দলের লোকদেরও শাস্তি দেওয়া হয়- শেখ হাসিনা এর উদাহরণ সৃষ্টি করেছেন।’

কাদের বলেন, ‘বিএনপি সন্ত্রাস দুর্নীতির জন্য কাউকে শাস্তি দেয়নি। কঠোর শাস্তি আমরাই দিই। আর অভিযোগ আনা বিএনপির স্বভাব; এটাই তাদের রাজনীতি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, যুব মহিলা লীগের কমিটির মেয়াদ শেষ মার্চে, মেয়াদ শেষ হলে সম্মেলন হবে। সম্মেলনের কাজ চলমান। মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনেরও সম্মেলন হচ্ছে। এটা চলবে।

আর পাপিয়ার সঙ্গে অপকর্মে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাদের।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের পাপিয়া প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর