Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর শিবপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটি নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) শিবপুর উপজেলার সৈয়দ নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানায়, তারা পটুয়াখালীর বাসিন্দা। তবে ভাড়া থাকেন শিবপুরে। সন্ধ্যার দিকে শিশুটি একই এলাকায় বোনের বাড়ি যাচ্ছিল। পথে অনিক (২৪) নামের এক যুবক শিশুটিকে পার্কের পিছনে জোর করে নিয়ে যায় ও ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে এ কথা জানায়। অভিযুক্ত অনিক সৈয়দ নগর গ্রামের অদুদ মিয়ার ছেলে।

শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিশুটির পিতা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর