বায়ুদূষণে শীর্ষ ৩০ শহরের ২১টি ভারতের
২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৮
দূষিত বায়ুর শহরগুলোর বার্ষিক তালিকায় ভারতের ভয়াবহ পরিস্থিতি উঠে এসেছে। এয়ার ভিজ্যুয়ালের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত ৩০ শহরের ২১টি-ই ভারতের। শীর্ষ ১০টির মধ্যে ৬টি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়। রিপোর্টে ভারতের উত্তরপ্রদেশের ঘাজিয়াবাদ বায়ুদূষণে সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণের কারণে প্রতিবছর পৃথিবীতে ৭০ লাখ অকালমৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া, শ্বাসতন্ত্রের প্রদাহ, ক্যানসার ও কার্ডিভাসকুলার ডিজিজ এর মতো রোগের সংক্রমণ হয়।
দ্য এয়ার ভিজুয়্যাল আশঙ্কা জানিয়েছে, পরিবেশগত দূষণগুলোর মধ্যে বায়ুদূষণই সবচেয়ে ভয়ংকর হয়ে উঠেছে। এরমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। দূষিত শীর্ষ ৩০টি শহরের মধ্যে ২৭টিই এই অঞ্চলের। পাকিস্তানের গুজরানওয়ালা, ফয়সালাবাদ, ভারতের দিল্লি ও বাংলাদশের ঢাকাও দূষিতশহরগুলোর শীর্ষ ২৫ এ রয়েছে।
দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের ৩৫৫টি শহরের মধ্যে মাত্র ৬টি জাতিসংঘের নির্ধারিত বায়ু সুরক্ষার মানদণ্ডে পৌঁছাতে পেরেছে বলেও জানায় এয়ার ভিজ্যুয়াল।