Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি রিপোর্ট নয়, ‘রোগী’ খালেদার রিপোর্টই দিন: ড. মোশাররফ


২৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:২০

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকারি রিপোর্ট নয়, রোগী খালেদা জিয়ার রিপোর্টই আপনারা দিন। নইলে একদিন জনগণের বিচারের কাঠগারায় আপনাদের দাঁড়াতে হবে।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘ভোট ডাকাতি করে সরকারে এসে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছেন। বেগম খালেদা জিয়া ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারতেন। গণতন্ত্র উদ্ধার আন্দোলনে তিনি আগেও ছিলেন, এখনও আছেন। এজন্যই আওয়ামী লীগের আক্রোশের শিকার তিনি। সেই জন্যই কারাগারে আছেন।’

বিএসএমএমইউয়ের চিকিৎসক ও সেখানে দায়িত্বরতদের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, ‘এই পেশা একটি সততার পেশা। আপনারা জেনেশুনে এই পেশায় এসেছেন। আপনাদের পেশার প্রতি যদি এখনো সততা থাকে, তাহলে কে খালেদা জিয়া, কে শেখ হাসিনা অথবা কে রাস্তার ভিক্ষুক— সেটা আপনাদের কাছে বড় বিষয় নয়। যদি পেশার প্রতি সম্মান থাকে তাহলে সরকার কী বলবে, সেটাকে বিবেচনায় না নিয়ে সরকারি রিপোর্ট না দিয়ে রোগী হিসেবে খালেদা জিয়ার যে রিপোর্ট আসার কথা, সেটিই দিন। নইলে একদিন আপনারা জনগণের বিচারের সম্মুখীন হবেন। আমরা আপনাদের জনগণের বিচারের সম্মুখীন করতে চাই না।’

আয়োজক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফাইল ছবি

খালেদা জিয়া ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেডিকেল রিপোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর