Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামির মৃত্যু


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. শহিদুল (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শহীদুল মাদক বিক্রেতা ছিলেন, তার বিরুদ্ধে রয়েছে ১৪টি মামলা। তিনি দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামের মো. মানিকের ছেলে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামের একটি পানের বরজের পাশে এই ঘটনা ঘটে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, পুলিশের কাছে খরব আসে যে, উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পাশে দুইদল মাদক বিক্রেতা মাদক কেনা-বেচা করছে। এর ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশে একটি দল সেখানে অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে কিছুক্ষণ পর মাদক বিক্রেতারা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুলকে পড়ে থাকতে দেখে দ্রুত তাকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সুপার আরও জানান, নিহত শহীদুলের নামে দৌলতপুরসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা আছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

টপ নিউজ বন্দুকযুদ্ধ মাদক বিক্রেতা

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর