Sunday 03 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলে শতভাগ দেশীয় নিয়োগ, থাকতে হবে আইটি জ্ঞান


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:০০

ঢাকা: মেট্রোরেল পরিচালনায় যত কর্মকর্তা ও প্রকৌশলী থাকবেন তারা সবাই হবেন দেশীয়। নিয়োগের ক্ষেত্রে এসএসসি, এইচএসসি নয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফলাফলকে বিবেচনায় নেওয়া হবে। আর মেট্রোরেলে থাকবে পুলিশের এলিট ফোর্স। এই ফোর্সে প্রত্যেক সদস্যের আইটি বা তথ্যপ্রযুক্তি সম্পর্কে ব্যাকগ্রাউন্ড চায় মেট্রোরেল কর্তৃপক্ষ। কারণ এখানে অপরাধ চিহ্নিতকরণ ও অপরাধী সনাক্তকরণের সব প্রক্রিয়া কম্পিউটারাইজড হবে।

বিজ্ঞাপন

মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (ডিএমটিসিএল)-এর এমডি এম এ এন ছিদ্দিক এমনটাই জানিয়েছেন।

এরই মধ্যে মেট্রোরেলে কিছু কর্মকর্তা ও প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পদার্থ, রসায়ন ও গণিতের ছাত্ররাই প্রাধান্য পেয়েছেন। তাদের ক্ষেত্রে মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের সিজিপিএ দেখা হয়েছে। ভবিষ্যতেও যাদের নিয়োগ দেওয়া হবে রেলের ব্যবস্থাপনার তাদের ক্ষেত্রেও একই নিয়ম ফলো করা হবে।

এদিকে, এ পর্যন্ত নিয়োগ পাওয়া প্রকৌশলী কর্মকর্তাদের রেলওয়ে ট্রেনিং একাডেমি চট্টগ্রাম ও দেশে বিদেশের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলা হচ্ছে। একইভাবে পুলিশের নিয়োগের পরও প্রশিক্ষণ দেওয়া হবে আলাদা। যাতে তারা মেট্রোট্রেনে দায়িত্ব পালনের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত হতে পারে।

ডিএমটিসিএল এমডি বলেন, শুরুতে রেলওয়ে পুলিশকে দেওয়ার কথা উঠেছিল। কিন্তু তা গ্রহণ করা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে মেট্রোরেলে আলাদা পুলিশ ফোর্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এই পুলিশে যারা থাকবেন তারা এখনকার সাধারণ পুলিশ সদস্যের মতো হবেন না।

বিজ্ঞাপন

ডিএমটিসিএল সূত্র জানায়, এমআরটি পুলিশের জন্য এক হাজার ৩৯ জন সদস্য নিয়ে একটি সাংগঠনিক কাঠামো তৈরি করে আলাদা পুলিশ ইউনিট গঠনের কথা বলা হয়েছে। এতে একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, তিনজন এসপি, পাঁচজন অতিরিক্ত এসপি, সাতজন এএসপি, ৩২ জন ইন্সপেক্টর (নিরস্ত্র), চার ইন্সপেক্টর (সশস্ত্র), একজন ইন্সপেক্টর (ট্রাফিক), ২০৭ জন এসআই (নিরস্ত্র) ও ১১ জন এসআই (সশস্ত্র) সহ এএসআই ও কনস্টেবল মিলিয়ে এক হাজার ৩৯ জনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০৯টি পদ নতুন করে সৃষ্টির কথা বলা হয়েছে।

এম এ এন ছিদ্দিক জানান, মেট্রোরেল পুলিশ নিয়োগের বিষয়টি শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবে। এটি হবে এলিট ফোর্স এবং আইটি প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ পুলিশ। এর কারণ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, মেট্রোরেলে খুবই শক্তিশালী সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। এই ক্যামেরার মাধ্যমে যাত্রীদের আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা যাবে। কোনো যাত্রী যদি কাউকে খুঁজতে থাকেন তাহলে সেটিও ক্যামেরা বুঝতে পারবে। সঙ্গে সঙ্গে পুলিশ সহযোগিতার জন্য ছুটে আসবে।

আবার কেউ অপরাধ করলে তা ক্যামেরা নজরদারীতে চিহ্নিত করে পুলিশ অ্যাকশনে যাবে। এক্ষেত্রে অপরাধের ধরণ অনুযায়ি প্রথমে ২৪ ঘন্টা আটক রাখা ও অন্য অপরাধে দুই বছরের জেল দেওয়া হবে বলেও জানান ডিএমটিসিএল এমডি এম এ এন ছিদ্দিক।

২০৩০ এ দৃশ্যমান হবে ১২৯ কিলোমিটারের ৬টি মেট্রোরুট

চালকবিহীন মেট্রোরেল চলবে রিয়েল টাইমে

ডিসেম্বরে নির্মাণ শুরু হবে দেশের প্রথম পাতাল মেট্রো রুট

উত্তরা-মতিঝিল এসি বাসের ভাড়াতেই চড়া যাবে মেট্রোরেলে

এমআরটি নিয়োগপ্রাপ্তদের আইটি জ্ঞান থাকতে হবে মেট্রোরেল রেলের ব্যবস্থাপনায় থাকবেন দেশীয়রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর