Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়ার খলিফা হাফতারের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৭

লিবিয়ার সামরিক কমান্ডার খলিফা হাফতারের বিরুদ্ধে মার্কিন বেসামরিক আদালতে মামলা দায়ের করেছে দুই লিবিয়ান পরিবার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে আল জাজিরা।

অভিযোগে বলা হয়েছে, ২০১৪ সালের অক্টোবরে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে ‘অপারেশন ডিগনিটি’ অভিযান চালানোর সময় ওই দুই পরিবারের ছয় সদস্যকে হত্যা করা হয়।

এদিকে মার্কিন সিভিল কোর্টের আইনজীবীরা জানিয়েছেন, ১৯৯১ সালের টর্চার ভিক্টিম প্রটেকশন আইনের অধীনে দায়ের করা ওই মামলায় আদালতে উপস্থিত হয়ে জবাব দিতে হবে খলিফা হাফতার ও তার ছেলেদের।

প্রসঙ্গত, লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির অধীনে লেফটেন্যান্ট হিসেবে কর্মরত ছিলেন হাফতার। ১৯৮৭ সালে তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। খলিফা হাফতার তার দুই ছেলে খালেদ ও মুস্তাফাকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বসবাস করতেন। লিবিয়ায় প্রচলিত আছে সে সময় তিনি সিআইএ’র হয়ে কাজ করতেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর তিনি আবার লিবিয়ায় ফিরে আসেন। তিনি এলএনএ ফোর্স গঠন করে তার ছেলেদের নিজের অধীনে সেনা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।

খলিফা হাফতার টপ নিউজ বেনগাজি মার্কিন সিভিল কোর্ট লিবিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর