Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের ঋণ মঞ্জুরিপত্র বাংলায় লিখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ


২৫ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৬

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা:  ব্যাংকের ঋণ মঞ্জুরিপত্র বাংলায় লেখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে। তবে ব্যাংকগুলো চাইলে মঞ্জুরিপত্র বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও লিখতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ আজ রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। যা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র দেবাশীষ চক্রবর্তী এ ব্যাপারে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে আমাদের আদালতের নির্দেশনা রয়েছে। এবং সংবিধানে এর বাধ্যবাধকতা রয়েছে। এই আলোকে আমরা এই সার্কুলারটি জারি করেছি। এতে করে ব্যাংকের ঋণগ্রহীতারা সহজেই ঋণ-সংক্রান্ত শর্ত ও তথ্যাবলী জানতে পারবে।’

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘সংবিধানের ৩নং অনুচ্ছদের বিধান পূর্ণাঙ্গভাবে কার্যকর করার উদ্দেশ্যে প্রণীত বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭ এর ৩(১)নং ধারায় বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস, আদালত, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল-জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলী আবশ্যিকভাবে বাংলায় লেখার নির্দেশনা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যে, অধিকাংশ ব্যাংক তাদের চিঠিপত্র, ফরমের পাশাপাশি ঋণ মঞ্জুরিপত্রও ইংরেজি ভাষায় প্রণয়ন করছে। ঋণ মঞ্জুরিপত্র গ্রাহকের সঙ্গে সম্পাদিত ব্যাংকের একটি চুক্তিপত্র। চুক্তিপত্রের সকল শর্ত পরিপালনে গ্রাহক আইনত অঙ্গীকারাবদ্ধ বিধায় গ্রাহকের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ঋণ মঞ্জুরিপত্রের শর্তসমূহ বোধগম্য হওয়া বাঞ্ছনীয়। ঋণ মঞ্জুরিপত্র বাংলা ভাষায় প্রণয়ন করা হলে সর্বজনীনভাবে গ্রাহকের জন্য সুবিধাজনক হবে এবং ব্যাংকিং কার্যক্রমেও স্বচ্ছতা বজায় থাকবে।’

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ‘সংবিধানের আলোকে প্রণীত বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর উদ্দেশ্য পূরণকল্পে এবং গ্রাহকের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ঋণ মঞ্জুরীপত্র আবশ্যিকভাবে বাংলায় প্রণয়নের জন্য নির্দেশনা প্রদান করা হলো। তবে ঋণ মঞ্জুরীপত্র বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও প্রণয়ন করা যেতে পারে। নির্দেশনা আগামী জুলাই থেকে কার্যকর হবে।’

সারাবাংলা/জিএস/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর