একদিনে চীনের চেয়ে অন্যান্য দেশে করোনাতে আক্রান্ত বেশি
২৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:০৩
চীনের উহান থেকে ছড়িয়েছে মারাত্মক ছোঁয়াচে করোনভাইরাস। এ পর্যন্ত ভাইরাসে মৃত ও আক্রান্তের অধিকাংশই চীনের। তবে এবার প্রথমবারের মতো একদিনে ভাইরাসে আক্রান্তের সংখ্যা হিসেবে অন্যান্য দেশ টপকেছে চীনকে। করোনাভাইরাস প্রতিরোধে যা মোটেই ভালো ইঙ্গিত নয়। খবর দ্য জাকার্তা পোস্টের।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) লিখিত তালিকার হিসেবে বিভিন্ন দেশে করোনাভাইরাসে ৪২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। চীনে ভাইরাসে কাবু হয়েছেন ৪১১ জন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
ডব্লিউএইচও প্রধান তেদরোস আদহানম গেবারিইয়াস জেনেভায় সংবাদ সম্মেলনে জানান, এবারই প্রথমবার একদিনে ভাইরাসে আক্রান্তের সংখ্যা চীনের চেয়ে অন্যান্য দেশে বেশি।
এদিকে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় হঠাৎ করেই বেড়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। এ বিষয়টিও উদ্বেগজনক বলে জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান। পরিস্থিতি পর্যবেক্ষণে ডব্লিউএইচওর একটি দল আগামী সপ্তাহে ইরানে পাঠানো হতে পারে বলেও জানান তিনি।
করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন প্রায় হাজার ৮০ হাজার, মৃত ২৭০০। চীনের বাইরে ৩০০০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪৯ জন।