Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার চিকিৎসায় যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলক ওষুধের ব্যবহার


২৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪২

করোনাভাইরাসের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে একটি ওষুধের ব্যবহার শুরু হয়েছে। যদিও এই ভাইরাস নির্মূলে এখনো কোনো অনুমোদিত চিকিৎসাপদ্ধতি চালু হয়নি। এমনকি উদ্ভাবন করা সম্ভব হয়নি কোনো ভ্যাকসিনেরও। খবর সিএনএনের।

ভাইরাসে এ পর্যন্ত সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন প্রায় হাজার ৮০ হাজার মানুষ, মারা গেছেন ২৭০০ এর বেশি। চীনের বাইরে ৩০টির বেশি দেশে ৩০০০ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪৯ জন।

বিজ্ঞাপন

দ্য ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটস জানিয়েছে ইউনিভার্সিটি অব নেব্রাস্কার মেডিকেল সেন্টারে পরীক্ষামূলক ওষুধ প্রয়োগ শুরু হয়েছে। এক্ষেত্রে বাছাই করা হয়েছে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে ভাইরাসে আক্রান্ত এক মার্কিনিকে।

সেন্টারস ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সিডিসি ডিরেক্টর ডক্টর ন্যান্সি মিসোনিয়ার বলেন, ‘ এটি এখানে ঘটবে কি না তা এখন আর প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে কখন ঘটবে?

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাস যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর