Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত


২৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১১:০০

ঢাকা: পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান এ তথ্য জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, দেশটিতে চলতি মৌসুমে পেঁয়াজের উচ্চ ফলনের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে রাম বিলাস পাসওয়ান লেখেন, পেঁয়াজের দাম স্থিতিশীল হওয়া এবং ফসলটির বাম্পার ফলনের কারণে সরকার এটি রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশসহ অন্য দেশগুলোতে পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার। ভারতের বিভিন্ন রাজ্যে বন্যার কারণে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজের দাম বেড়ে যায়। এর জের ধরে পেঁয়াজ রফতানি না করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি।

পেঁয়াজ ভারত ভারত সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর