করোনা আতঙ্কে বন্ধ ওমরাহ হজের ভিসা
২৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:০০
পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় এ ব্যবস্থা নিল সৌদি আরব। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।
প্রতিবছর প্রায় ৭০ লাখ মুসল্লি বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনের জন্য সৌদিতে যান। এবার মধ্যপ্রাচ্যের ইরান, কুয়েত, বাহরাইন, ওমান, ইরাক, সংযুক্ত আবর আমিরাতে করোনা ছড়িয়ে পড়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস তাদের নজরদারিতে রয়েছে।
চীনের উহান থেকে বিশ্বের অন্তত ৩০টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রায় ২৮০০ মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৮১ হাজার। অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই হয়েছে করোনাভাইরাসের বিস্তার।