Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কভিড-১৯: সিঙ্গাপুরে আক্রান্ত ৫ বাংলাদেশির মধ্যে একজন সুস্থ


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১১

ফাইল ছবি

ঢাকা: জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, সিঙ্গাপুরে কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৫ বাংলাদেশির মধ্যে একজন সুস্থ হয়ে ফিরে গেছেন। আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকা আরেকজনের অবস্থার উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আইইডিসিআর কার্যালয়ে কভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বিজ্ঞাপন

ডা. মীরজাদী ফ্লোরা বলেন, ‘চীনের উহান থেকে ভারতের সহযোগিতার দিল্লিতে ২৩ জন বাংলাদেশিকে আনা হয়েছে। তাদের সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। ভারতে বাংলাদেশের দূতাবাস এ বিষয়টি দেখছে।’

তিনি বলেন, ‘পৃথিবীতে সাত ধরনের করোনাভাইরাস রয়েছে। এর মধ্যে নোভেল করোনাভাইরাস না হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আস্থা রাখুন, গুজবে কান দিয়ে আতঙ্কিত হবে না। যেকোনো তথ্য জানতে আইইডিসিআর এর হটলাইনে ফোন দিন। পরিস্থিতি বিবেচনা করে উহান থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ কোরিয়া থেকে একটি আধুনিক কভিড-১৯ ভাইরাস শনাক্তকরণের মেশিন আনা হয়েছে। এটি দিয়ে এক ঘণ্টা সময়ের মধ্যেই ভাইরাস শনাক্ত করা যাবে।’

আইইডিসিআর জানিয়েছে, করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত করেছে চারটি দেশ। দেশগুলো হলো আলজেরিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও ক্রোয়েশিয়া।

আইআইইউসি কভিড-১৯ ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর