Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু পাচার মামলায় সাবেক ডিআইজি আনিসের স্ত্রীর জামিন স্থগিত


২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৬

ঢাকা: বহুল আলোচিত শিশু পাচার মামলায় পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমানের স্ত্রী আনোয়ারা রহমানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আনোয়ারা রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

২০১২ সালের ১৮ এপ্রিল শিশুপাচার মামলায় সাত সন্তানের মা-বাবা বলে দাবি করা পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তার স্ত্রী আনোয়ারা রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি উভয় আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার প্রধান আসামি পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমান জামিনে গিয়ে পলাতক আছেন। তার স্ত্রী আনোয়ারা রহমান আদালতে হাজির ছিলেন। দণ্ড দিয়ে তাকে  কারাগারে পাঠিয়ে দেন আদালত।

এরপর আনোয়ারা রহমান হাইকোর্টে আপিল করেন। ওই আপিল এখনও সিদ্ধান্তের অপেক্ষায়। এর মধ্যে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান আনোয়ারা। ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল।

মামলার এজাহার থেকে জানা গেছে, অভিযুক্তরা দাবি করেছিলেন, তাদের মোট ১৪ সন্তান। তাদের মধ্যে সাতজন প্রায় একই বয়সের শিশু। ২০০৬ সালের ২ জুন বিভিন্ন মিডিয়ায় খবর পেয়ে সাংবাদিকরা তাদের বাসায় গেলে অভিযুক্তরা শিশু রহস্যের ঘটনার সঠিক তথ্য না দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তথ্য দিলে বিতর্ক তৈরি হয়। ।

বিজ্ঞাপন

ঘটনা  সামনে আসার পর সাবেক ডিআইজি আনিস ১৪ জনকেই তাদের সন্তান দাবি করেন। জন্মনিবন্ধন সনদ অনুযায়ী আনোয়ারা ওই শিশুদের মধ্যে ৩ জনকে জন্ম দেন আট মাস সময়ের মধ্যে।

আসামিরা সাত শিশুকে জমজ বলে দাবি করেন। কিন্তু পরবর্তীতে ডিএনএ পরীক্ষায় স্পষ্ট হয়- ওই শিশুরা জমজ নয় এবং একই মায়েরও সন্তান নয়।

এ সম্পর্কে ২০০৬ সালের ২ জুন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান রাজধানীর বাড্ডা থানায় একটি জিডি করেন। পরবর্তীতে শিশুগুলোকে পাচারের উদ্দেশ্যে এনে জড়ো করা হয়েছিল এমন অভিযোগ এনে তিনি আদালতে মামলা দায়ের করেন।

শিশু পাচার মামলা সাবেক ডিআইজি আনিসুর রহমান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর