গণমাধ্যমকর্মীদের হঠাৎ ছাঁটাই বন্ধ হওয়া উচিৎ: তথ্যমন্ত্রী
২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৪
ঢাকা: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নানা ছুঁতোয় সাংবাদিক ভাই-বোনদের বিশেষ করে টেলিভিশন সংবাদকর্মীদের ছাঁটাই করা হচ্ছে। হঠাৎ করে কাউকে ছাঁটাই করা আইনসম্মত নয়। অবিলম্বে গণমাধ্যমকর্মীদের হঠাৎ ছাঁটাই বন্ধ হওয়া উচিৎ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অংশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘সংবাদকর্মীদের বঞ্চিত করে কোনো সংবাদমাধ্যম সমৃদ্ধি লাভ করতে পারে না। গণমাধ্যমকর্মীদের উচিৎ নিয়োগপত্র ছাড়া চাকরিতে যোগদান না করে। নিয়োগপত্র ছাড়া কাজ করলে তাকে যেকোনো সময় ছাঁটাই করার সুযোগ থাকে।’
বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১১ বছরে গণমাধ্যমের অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিএনপি-জামায়াত আমলে গণমাধ্যমকর্মীদের শ্রমিক বানিয়ে দেওয়া হয়েছিল। গণমাধ্যমকর্মীরা কোনভাবেই শ্রমিক না। বর্তমান সরকারের আমলে এই সমস্যার সমাধান করা হয়েছে।’
খালেদা জিয়ার জামিন একেবারে আদালতের বিষয় মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এটি সরকারের কোনো বিষয় নয়। আদালত যদি মনে করেন তিনি জামিন পাওয়ার যোগ্য তাহলে তাকে জামিন দেবেন। এখানে সরকারের কিছু করার নেই।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।