বিদ্যুতের মূল্যবৃদ্ধি অযৌক্তিক: বাম জোট
২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৮
ঢাকা: বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
বাম জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, সরকারের ভুলনীতি-দুর্নীতি ও লুটপাটের কারণেই বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। যা জনগণের জীবনকে দুর্বিসহ করে তুলছে। এরপর বিদ্যুতের দাম বাড়লে প্রভাব পড়ে সর্বত্র। নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম, বাড়ী ভাড়া ও গাড়ী ভাড়া বেড়ে যাবে। এতে করে জনগণের জীবন জীবিকা চরম সংকটে পড়বে।
বিবৃতিতে আরও বলা হয়, রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের নামে বেসরকারি ব্যক্তি মালিকদের মুনাফার উদ্দেশ্যে লুণ্ঠনের এক অভয়ারণ্য তৈরি হয়েছে। রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকলেও কোনো বিদ্যুৎ না কিনলেও ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা তাদের দিতে হচ্ছে- এই লুটপাটের দায় জনগণ কেন নেবে? মূল্যবৃদ্ধির এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাম নেতারা।