Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেসুর রহমান আর নেই


২৭ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪০

ঢাকা: জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ মোখলেছুর রহমান আর নেই।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টায় জামালপুর জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ইসরাইল হোসেন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির পরিচালক মোহাম্মদ ইসরাইল হোসেন পাঠানো এক শোক বার্তায় বলা হয়, মোহাম্মদ মুখলেছুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছে। এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।

ইসিৎ নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর