ইরানের ভাইস প্রেসিডেন্ট কোভিড-১৯ আক্রান্ত, মৃতের সংখ্যা ২৬
২৭ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩৭
ইরানের একজন ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে এ পর্যন্ত ২৬ জন প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণে মারা গেছেন।
স্থানীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, মাসুমেহ নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট। তার করোনাভাইরাস সংক্রমণের লক্ষণগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ফলে তাকে এখনও হাসপাতালে ভর্তি করা হয় নি।
চীনের পর এখন পর্যন্ত সবথেকে বেশি মানুষ মারা গেছে ইরানে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ২৬ জনের মৃত্যুর পাশাপাশি দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৫৪। এর মধ্যে ১০৬ জন নতুন শনাক্ত হয়েছেন।
এর আগে ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও পারলামেন্টের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেইন পলিসি কমিশননের চেয়ারম্যান মোজতাবা জোনৌর কোভিড-১৯ আক্রান্ত হন।
ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ ১৯৭৯ সালে তেহরানের মার্কিন দূতাবাসে জিম্মি সঙ্কট ও এর পরের ৪৪৪ দিনের কূটনৈতিক সঙ্কটের সময় ইংরেজি ভাষার মুখপাত্র ‘মেরি’ হিসেবেও পরিচিত।
আরও পড়ুন:
করোনা আতঙ্কে ইরানে জুমার জামাত বাতিল
কভিড-১৯: এপ্রিল পর্যন্ত জাপানের সব স্কুল বন্ধ ঘোষণা
করোনা আতঙ্কে বন্ধ ওমরাহ হজের ভিসা
ইতালিতে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস, ইউরোপজুড়ে শঙ্কা
করোনার চিকিৎসায় যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলক ওষুধের ব্যবহার