Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা সীমান্তে ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ


২৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে উক্ত রূপা জব্দ করা হয়। তবে বিজিবি এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দ করা রূপার বাজার মূল্য ৭ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা।

বিজিবি জানায়, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রূপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল সেখানে অভিযান চালায়। এ সময় কালিয়ানী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ হওয়া রূপার আনুমানিক মূল্য ৭ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা।

তিনি আরও জানান, জব্দ হওয়া রূপাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

বর্ডার গার্ড বিজিবি রূপা জব্দ সাতক্ষীরা


বিজ্ঞাপন
সর্বশেষ

৫০-এ ‘এমন যদি হতো’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০

আদালতে হিরো আলমের ওপর হামলা
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৯

সম্পর্কিত খবর