Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে গুলিতে নিহত ২, পুলিশ বলছে ‘ডাকাত’


২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

ফেনী: ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি গ্রামে কথিত গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি- ডাকাত দলের মধ্যে অভ্যন্তরীণ গোলাগুলিতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি একনলা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম মো. শরীফ। সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বাড়ি। সে আওয়ামী যুবলীগের সদস্য বলে জানিয়েছেন মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুদ্দিন আহমেদ জানান, গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গুলি টপ নিউজ ফেনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর