Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাপিয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে’


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৭

আশুলিয়া: বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার সঙ্গে অপকর্মে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে। এমনটাই শুনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের  তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যুবলীগ নেত্রী পাপিয়ার সঙ্গে যারা অপরাধ করেছেন তাদের বিষয়ে তদন্ত চলছে। যারাই অপরাধে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন:- পাপিয়ার ‘প্রতারণা’, মুখ খুললেন ‘নির্যাতিত’ ব্যবসায়ী

অপরাধ করে বর্তমান সরকারের সময় কেউ পার পাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এ সময় মন্ত্রী কথা বলেন খালেদা জিয়া প্রসঙ্গেও। তিনি বলেন, আইন এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। তাই বিচার বিভাগের ওপর বর্তমান সরকারের কোনো হাত নেই। খালেদা জিয়াকে জামিন দেওয়ার একমাত্র এখতিয়ার আদালতের।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

শামিমা নূর পাপিয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর