Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত ছাত্রের খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী, বললেন এখন মারামারির সময় না


২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৬

ঢাকা: ‘এখন মারামারি করার সময় না, বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সেভাবে এগিয়ে যেতে হবে। নিজেদের তৈরি করতে হবে। মারামারি করে সময় নষ্ট করার সময় নাই। এই ধরনের সহিংসতা কেনো এটিও খতিয়ে দেখতে হবে।’

গতকাল সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতে আহত ঢাকা কলেজের দুই ছাত্রকে দেখে এসব মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে হাসপাতালে আসেন তিনি। এরপর আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম আহমেদ সোয়াদ ও ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে সাফওয়ান সাফি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শুনলাম যে একজন ছাত্রই ছুরি দিয়ে অনেক ছাত্রকে আঘাত করেছে। এটি করলো কিভাবে, সেটিও খুব বিস্ময়কর। পুরো বিষয়টি আমরা দেখছি। আমরা সবাই দোয়া করছি যাতে এই ছাত্ররা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। চিকিৎসকরা যথাসাধ্য তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

সায়েন্সল্যাবে ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ ছাত্র আহত

দু’টি কলেজের শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিন্তু তার ফলে এইভাবে ছুরিকাঘাত করা হবে এটা কখনও কাম্য নয়। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্ত ভূমিকা নিতে হবে। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। ঢাকা কলেজ এবং সিটি কলেজের প্রশাসনকেও শিক্ষার্থীদের যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, সহিংসতা থেকে দূরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘আমি উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বলবো, কোনভাবেই যেন কোন প্রতিহিংসা, প্রতিশোধমূলক চিন্তাই না করে কেউ। উভয় ক্যাম্পাস যেন শান্ত থাকে, শিক্ষার্থীদের শান্ত রাখবার চেষ্টা করে। আমরা যেন আর এই বিষয়গুলি নিয়ে যেন কোনো ধরনের সহিংসতা না দেখি।’ যেকোনো ধরনের সহিংসতা ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব কঠোর ভূমিকায় যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ ছাত্র আহত হয়েছে। আহতদের দাবি, সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের ছুরিকাঘাত করে।

ঢাকা কলেজ মারামারি সিটি কলেজ

বিজ্ঞাপন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৯

আরো

সম্পর্কিত খবর