নোংরা পরিবেশে মিষ্টি তৈরি: মুসলিম সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা
২৯ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৬
নড়াইল: নড়াইলের লোহাগড়ায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অভিযোগে মুসলিম সুইটস নামের এক মিষ্টির দোকান মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখি ব্যানার্জী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির এড়েন্দা বাজার সংলগ্ন কারখানায় গিয়ে দেখা যায় মিষ্টি তৈরির উপকরণের উপর মাছিসহ পোকামাকড় পড়ে আছে। লোক চক্ষুর অন্তরালে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরির কারখানাটি বন্ধের দাবি জানান এলাকাবাসী।
জানা গেছে, চকচকে কাচের সোকেচে সাজানো গোছানো বাহারি রকমের মিষ্টি বিক্রির অন্য রকম প্রতিষ্ঠান ছিল মুসলিম সুইটস। লক্ষীপাশার পশু হাসপাতালের সামনে ব্যস্ততম সড়কের পাশে দোকানটি হওয়ায় শুরুতে ক্রেতাদের ভিড় ছিল বেশ। সল্প সময়ে অল্প পুঁজিতে বেশি লাভের আশায় প্রতিষ্ঠানটির মালিক মো. নাসির উদ্দিন পচা-বাসি মিষ্টি দুরের ক্রেতাদের কাছে বিক্রি করত বলে অভিযোগ ওঠে।
অভিযোগের সত্যতা খুঁজতে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজার সংলগ্ন মুসলিম সুইটসের কারখানায় অভিযান পরিচালনা করেন এ ভ্রাম্যমাণ আদালত। সেখানে গিয়ে দেখা যায় দিনের পর দিন বিক্রি না হওয়া পচা-বাসি মিষ্টি কারখানার বিভিন্ন পাত্রে সংরক্ষণ করে রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার এক কারিগর জানায়, এসব বাসি পচা মিষ্টি সদ্য তৈরি মিষ্টির সাথে ভেজাল দিয়ে মুসলিম সুইটসের শো রুমে প্রতিনিয়ত বিক্রি করা হত।