Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ-পানির দাম বাড়ানো ঠিক হবে না: জি এম কাদের


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, হঠাৎ করে বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হচ্ছে যা মরার উপর খাড়ার ঘা। দেশের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা, তাই বিদ্যুৎ-পানির দাম বাড়ানো ঠিক হবে না।

জিএম কাদের বলেন, ‘ভর্তুকি কমাতেই বিদ্যুত ও পানির দাম বাড়ানো হয়েছে। কিন্তু দেশের হতদরিদ্র মানুষের সুবিধার কথা বিবেচনা করেই তো সরকার ভর্তুকি দেয়। বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে উৎপাদন, পরিবহন ও মার্কেটিং এর খরচ বৃদ্ধি পায়। এতে পণ্যমূল্য বেড়ে যাবে অনেক। তাই বিদ্যুত ও পানির দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

বিজ্ঞাপন

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সাধারন সভায় প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি রূপে ছড়িয়ে পড়ছে। তাই ঘনবসতি এবং দরিদ্র দেশ হিসেবে সরকারকে আগাম প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় জাতীয় পার্টি সরকারকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি দিয়ে সহায়তা করতে প্রস্তুত আছে।

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম খান জুয়েল এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিরকার লোটন, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শাহ-ই-আলম, ডক্টর নুরুল আজহার শামীম, যুগ্মমহাসচিব গোলাম মোহাম্মদ রাজুসহ অন্যরা।

জাতীয় পার্টি জি এম কাদের পানির দাম বৃদ্ধি বিদ্যুতের দাম বৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর