রাবি শিক্ষার্থীদের অনশন স্থগিত
২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৫
বিভাগের নাম পরিবর্তনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ‘অনশন’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে টানা তিন দিনের অনশন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
রাবিতে অনশনের ৩ দিন পার, অসুস্থ ৫১ শিক্ষার্থী
অনশনরত শিক্ষার্থীরা জানান, আগামী ২ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসতে আশ্বাস দিয়েছেন । আলোচনায় যেতে আমরা রাজি। তাই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
বিভাগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল জানান, শিক্ষার্থীরা আমাদের আলোচনার আহ্বানে সাড়া দিয়েছে। আমরা অবশ্যই তাদের বিষয়টি সুষ্ঠুভাবে বিবেচনা করবো। এখন নিয়মিত আমাদের ক্লাস পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। আগামী ২ তারিখ সিনেট ভবনে এ বিষয়ে আলোচনায় বসবেন উপাচার্য।
প্রসঙ্গত, পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি জানিয়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ওই বিভাগের শিক্ষার্থীরা। তবে বর্তমানে বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে তিনদিন ধরে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা।