খোলা পেট্রোল বিক্রির দোকান থেকে আগুন, ৮ দোকান পুড়ে ছাই
২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩০
বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় আগুনে জাতীয় পার্টির কার্যালয়সহ আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় তালোড়া পৌর এলাকার স্টেশন রোডে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুপচাঁচিয়া ইউনিটের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, স্টেশন রোডের অবৈধ পেট্রোল বিক্রির দোকানে প্রথমে আগুন লাগে। দ্রুত আগুন পাশের আরেকটি পেট্রোল বিক্রির দোকান, জাতীয় পার্টির কার্যালয়সহ আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় পুড়ে যায় আটটি দোকান। এসময় পাশের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে থাকা তিনটি মোটরসাইকেলও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুপচাঁচিয়া ও কাহালু ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলামসহ অন্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন বলেন, অবৈধভাবে খোলা বাজারে পেট্রোল বিক্রয়ের দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে আমি জেনেছি। বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে দোকান দেওয়া এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।