Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবিতে ‘শেষই হচ্ছে না’ মসজিদের নির্মাণ কাজ


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৬

শেকৃবি: দীর্ঘসূত্রিতায় চলছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নির্মাণ কাজ। কাজ সময়মতো শেষ না হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অধিদফতর ও ঠিকাদার একে-অপরকে দোষ দিচ্ছেন। অবকাঠামো সংস্কার কাজের ধীরগতির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, ২০১৮ সালের ২২ মে মসজিদের নির্মাণ কাজ শেষ করার চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠানের। এরপর নানা অজুহাতে প্রকল্পের প্রথম ধাপের মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়ানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখা সূত্র জানায়, ২০১৭ সালের ২২ মে শেকৃবি কেন্দ্রীয় মসজিদের তিনতলার স্থাপনার জন্য ১২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়। তবে প্রাথমিকভাবে নিচতলা নির্মাণের জন্য প্রায় পৌনে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী মসজিদটির নিচ তলার কাজ এক বছরে শেষ হবার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আজিজুর রহমান বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান জাফর বিল্ডার্স লিমিটেডের অবহেলার কারণে মসজিদের নির্মাণকাজ শেষ হচ্ছে না। আমরা বারবার তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা কোনো রেসপন্স করছে না।’

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান জাফর বিল্ডার্সের ডিরেক্টর মো. আমজাদ হোসেন বলেন, ‘আমাদের ওপর আরোপিত অভিযোগ ভিত্তিহীন। রমজান মাস এবং পানির সমস্যার কারণে কাজ শুরু করতে নির্ধারিত সময়ের চেয়ে চার মাস দেরি হয়েছে। ওইখানে থাকা পুরাতন মসজিদের ভবন ভাঙতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় থেকে সাত মাস দেরি করেছে। এছাড়াও দরপত্রে উল্লিখিত দেশি ইটের বদলে সিরামিকের ইট ব্যবহারের সিদ্ধান্ত নিতেও প্রশাসন দেরি করেছে। যে কারণে কাজ শেষ হতে দেরি হচ্ছে।’

কাজ শেষ হওয়ার সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কাজের মেয়াদ আগামী মার্চের ২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছি। আশা করি এর মাঝে আমরা কাজ শেষ করতে পারব।’

মসজিদের নির্মাণ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর