Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে একাদশ ‘জাপানি ভাষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত


২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:২২

ঢাকা: অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বাংলাদেশে একাদশ জাপানি ভাষণ প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্ব শনিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে মধ্যবর্তী বিভাগে মো. মহি উদ্দিন এবং প্রাথমিক বিভাগে সানজিদা তাসনিম বিথি প্রথম স্থান অর্জন করেছেন।

ঢাকার জাপান মিশন জানিয়েছে, প্রতি বছর এই প্রতিযোগিতাটি ঢাকার জাপান মিশন, জাপানিজ ইউনিভার্সিটিস অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং জাপান ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে। এবছর ৪৯ জন আবেদনকারীর মধ্যে ১৫ জন জাপানি ভাষা শিক্ষার্থীর পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে।

১৫ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে মধ্যবর্তী বিভাগের মো. মহি উদ্দিন ‘জাপানি ভাষার পড়াশোনা থেকে আমি যা শিখেছি’ শিরোনামের ভাষণটি প্রথম পুরস্কার অর্জন করে। আর প্রাথমিক বিভাগে ‘আমার ভালবাসার গল্প’ শিরোনামের দুর্দান্ত বক্তৃতা দিয়ে সানজিদা তাসনিম বিথি প্রথম স্থান অর্জন করেছে।

এর আগে, শীর্ষস্থানীয় এই দুই বিজয়ী জাপান সরকার কর্তৃক আয়োজিত জাপানে এক সপ্তাহের অধ্যয়ন সফরে অংশ নেওয়াতেও পুরস্কার জিতেছিলেন।

একাদশ জাপানি ভাষণ প্রতিযোগিতা জাপানি ভাষণ জাপানি ভাষণ প্রতিযোগিতা জাপানি ভাষা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর