Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোটকেন্দ্রে যান, ভোট দিন, বাধা এলে প্রতিরোধ করুন’


২৯ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রত্যেক নেতাকর্মীকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবার এবং বাধা এলে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ও দলটির নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শাহাদাত এ আহ্বান জানান।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের চত্বরে এ সমাবেশ হয়েছে।

সভাপতির বক্তব্যে শাহাদাত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ভোট হচ্ছে প্রত্যেক নাগরিকের পবিত্র আমানত। এ আমানত রক্ষার দায়িত্ব আপনার। আপনার আমানত আপনাকে রক্ষা করতে হবে। বাধা এলে, অন্যায় দেখলে আপনাকেই প্রতিরোধ করতে হবে। কেউ যদি অন্যায় দেখে সহ্য করেন, মনে রাখতে হবে- অন্যায় যে করে আর যে সহে উভয়ই সমান দোষী, উভয়কেই হাসরের ময়দানে জবাব দিতে হবে। সুতরাং আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। নিজের ভোট নিজে দেবেন এবং অন্যায় দেখলে প্রতিরোধ করবেন।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ভোটের দিন প্রত্যেক নেতাকে, প্রত্যেক কর্মীকে নিজ নিজ কেন্দ্রে থাকতে হবে। আপনি যত বড় নেই হোন না কেন, আপনাকে অবশ্যই আপনার কেন্দ্রে থাকতে হবে। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আমরা রাজপথে লড়াই-সংগ্রাম করব। আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব।’

খালেদার জামিন নামঞ্জুরের বিষয়ে তিনি বলেন, ‘এই সরকারের একটাই ভয়। বেগম জিয়া যদি জামিন পান, তাহলে তাদের গদি থাকবে না। সেজন্য জামিন নিয়ে নানা তালবাহানা করা হচ্ছে।’

পানি-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে শাহাদাত বলেন, ‘সরকারি দলের নেতাদের বিদেশে টাকা পাচারের কারণে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। সেই ঘাটতি পূরণ করা হচ্ছে বিদ্যুৎ, পানি আর দ্রব্যমূল্য বাড়িয়ে। জনগণের টাকা দিয়ে সরকারি দলের নেতারা ভোগবিলাস করছেন। এই অবস্থায় আবার উনারা মুজিববর্ষ আয়োজন করছেন। সরকারের মুজিববর্ষের উপহার হচ্ছে দুইটা- পাপিয়া আর ক্যাসিনো সম্রাট।’

বিজ্ঞাপন

নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহিন, ইয়াসিন চৌধুরী লিটন, জাহাঙ্গির আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম।

এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি শনিবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভা করে। এতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বক্তব্য রাখেন।

ভোটকেন্দ্র শাহাদাত সিটি নির্বাচন

বিজ্ঞাপন

সিইসিসহ নতুন ৪ কমিশনারের শপথ
২৪ নভেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর