রুশদির পথ ধরে না ফেরার দেশে মা জান্নাত
১ মার্চ ২০২০ ১১:০৮
ঢাকা: রাজধানীর মগবাজারের দিলু রোডে আবাসিক ভবনে লাগা আগুনে দগ্ধ জান্নাতুল ফেরদৌস জান্নাত (৩৫) মারা গেছেন।
রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, জান্নাতুলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া তার স্বামী শহীদুল কিরমানীর শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। তিনিও আইসিইউতে চিকিৎসাধীন।
জান্নাতুল ফেরদৌস জান্নান বেক্সিমকো ফার্মাসিউক্যাল লিমিটেড এর হিসাবরক্ষক ছিলেন। এছাড়া তিনি একজন অনলাইন উদ্যোক্তা ছিলেন। রুশদি’স ক্লজেট নামে একটি অনলাইন পেইজের মাধ্যমে বাংলাদেশি শাড়ি বিক্রি করতেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে দিলু রোডের ওই ভবনটিতে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় তাদের একমাত্র সন্তান একেএম রুশদি (৪)। এছাড়া মারা যায় ভবনের পাঁচতলার বাসিন্দা এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যুথী (১৭) ও ভবনের নিচতলায় বসবাসরত বায়িংহাউজের অফিস সহকারী আব্দুল কাদের লিটন (৪০)।
আরও পড়ুন: দিলু রোডের ভবনে ছিল না অগ্নিনির্বাপণ, লেলিহান শিখা বাড়ায় গোডাউন
শিশু রুশদি নেই, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা-মা