উ.কোরিয়ায় করোনা ছড়ালে পরিণাম হবে ভয়াবহ: কিম
১ মার্চ ২০২০ ১১:৫৮
উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জন উং শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) এক মিলিটারি কুচকাওয়াজ পরিদর্শনে এসে বলেছেন, উত্তর কোরিয়ায় করোনাভাইরাস ছড়ালে তার পরিণাম হবে ভয়াবহ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ’র বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
এখন পর্যন্ত, উত্তর কোরিয়ায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি। তবে, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনাভাইরাসের লক্ষণ আছে এমন নাগরিকদের এক মাস ধরে কোয়ারেনটাইন করে রাখা হচ্ছে। বিমান ও সমুদ্র বন্দরে কঠোর তল্লাশী ব্যবস্থা ও স্ক্যানিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে, ফেব্রুয়ারির ১৬ তারিখে তার বাবার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সর্বশেষ জনসম্মুখে এসেছিলেন কিম।
এদিকে, কেসিএনএ জানিয়েছে শুধুমাত্র সামরিক বাহিনীই নয় পার্টির শীর্ষনেতাদের সঙ্গেও আলোচনা করেছেন কিম জং উন। সেখানেও করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।
কেসিএনএ’র বরাতে রয়টার্স জানিয়েছে, ওই সভায় কিম জন উং বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।