রাজশাহী: রাজশাহী মহানগর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবারও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সভাপতি ও ডাবলু সরকারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
এর আগে সম্মেলনে প্রধান অতিথির ওবায়দুল কাদের বলেন, ‘সুবিধাভোগীদের আওয়ামী লীগে কোনো জায়গা নেই। ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে। দলে সাচ্চা কর্মী দরকার। পকেটের লোক দিয়ে কমিটি করলে দল সুবিধাভোগীদের হাতে চলে যাবে।’
তিনি বলেন, ‘দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নিজস্ব সিন্ডিকেট করা যাবে না। ক্ষমতার দাপট দেখানো চলবে না। ত্যাগের মহিমায় ভোগের সংস্কৃতি ত্যাগ করে মুজিবসেনা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দলে দিন দিন কর্মী কমে যাচ্ছে। বাড়ছে নেতার সংখ্যা। এত নেতার দরকার নেই। সাচ্চা কর্মী দরকার। মঞ্চের দিকে তাকালেই বোঝা যায় যে কত নেতা! নেতার অভাব নেই। বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দেখাবেন, লোকে চেনেও না! উনি বিলবোর্ডে উজ্জ্বল। এসব দেখতে পাওয়া যায়।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মশারির ভেতর মশারি টাঙ্গাবেন না। সামনে চ্যালেঞ্জ আছে। কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। ত্যাগী নেতাকর্মীকে নিয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মুজিববর্ষে দলে সুবিধাভোগী সন্ত্রাসীকে জায়গা দেবো না। নেতা হতে হলে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ভোগের লিপ্সা ত্যাগ করে সত্যিকারের মুজিব সৈনিক হতে হবে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শের পতাকা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
এর আগে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এসএম কামাল হোসেন।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, হুইপ ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, উপদেষ্টা ড. আব্দুল খালেক, ড. সাইদুর রহমান খান, আওয়ামী লীগের নির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও আখতার জাহানসহ স্থানীয় নেতারা।