Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে বাসার ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু


১ মার্চ ২০২০ ১৭:১১

ঢাকা: রাজধানীর লালবাগের একটি বাসার ছাদ থেকে পড়ে নজরুল ইসলাম বাবু (৪২) নামের এক ব্যক্তি মারা গেছে।

রোববার (১ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে লালবাগের ৮ নম্বর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় বাবুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর একটার দিকে মৃত ঘোষণা করে।

মৃত নজরুল ইসলাস বাবু পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে। বাবু তার স্ত্রী জেসমিন আক্তার ও তিন ছেলেকে নিয়ে লালবাগ রোডের ৮ নম্বর গলির একটি বাসার চতুর্থ তলায় ভাড়া থাকতেন।

স্ত্রী জেসমিন আক্তার জানান, তার স্বামী বাবু দীর্ঘদিন দুবাই ছিলেন। তিনি ২০১৬ সালে দেশে আসেন। পরে ভিসার জটিলতার কারণে আর সেখানে যেতে পারেননি। এতে সে বেকার হয়ে পড়ে। মাঝে বাণিজ্য মেলায় কিছুদিন কাজ করেছে। তবে সব সময় বিষন্নতায় ভুগতো বাবু।

জেসমিন আরও জানান, আজ সকালে নাস্তার পর থেকে সে ছাদে বসে ছিল। হঠাৎ শোনা যায় যে, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। পরে সেখান থেকে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। কিন্তু দুপুর একটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।

বাসার ছাদ মৃত্যু লালবাগ

বিজ্ঞাপন

তরমুজের এত গুণ!
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২৭

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর