Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে বেড়েছে আদার আমদানি, দাম কমছে খুচরা বাজারে


১ মার্চ ২০২০ ১৮:১৬ | আপডেট: ১ মার্চ ২০২০ ১৮:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর (হিলি): হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে আদার আমদানি, সেই সঙ্গে খুচরা বাজারে কমতে শুরু করেছে পণ্যের দাম। এক সপ্তাহ আগে যে আদা খুচরা বাজারে বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা কেজিতে, সেই আদা এখন কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

আমদানিকারকরা জানান, রমজানকে কেন্দ্র করে বেশি পরিমাণে আদা আমদানি করা হচ্ছে যাতে এই পণ্যটির দাম বৃদ্ধি না পায়। আমদানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারগুলোতে আদার সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

খুচরা বিক্রেতা সাকিব জানান, বাজারে আদার সরবরাহ বৃদ্ধি পেয়েছে। আগের চেয়ে দাম কমায় বেচা-কেনা আমাদের বেড়েছে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, গত তিন মাসে এই বন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ৩১৯ মেট্রিক টন আদা আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকা।

বিজ্ঞাপন

আদা আদার আমদানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর