আক্রান্ত দেশ থেকে কেউ এলে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার পরামর্শ
২ মার্চ ২০২০ ০০:৫৩
ঢাকা: জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা মীরজাদী ফ্লোরা বলেছেন, ‘বিশ্বের ৫৪টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী ধরা পড়েছে। তবে আমাদের এখানে কোথাও এই ভাইরাসের সংক্রমণ হয়নি। আমরা আশঙ্কা করছি কেউ যদি আক্রান্ত হয়, তাহলে সেটা অন্য কোনো দেশ থেকেই আসবে। তাই সেসব দেশ থেকে ফিরলেও তারা যেন হোম কোয়ারেন্টাইনে থাকেন। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হন।’
রোববার (১ মার্চ) আইইডিসিআর’র নিয়মিত সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন তিনি।
সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বাংলাদেশে এখন পর্যন্ত ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। কারও মধ্যে এই রোগের জীবাণু পাওয়া না গেলেও সতর্ক থাকার ওপর জোর দিচ্ছে আমরা। বাহিরে থেকে কেউ এলে যেন হোম কোয়ারেন্টাইনে থাকেন। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হন।’
বিদেশফেরতদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি যারা বাইরে থেকে আসবেন তারা বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে মাস্ক ব্যবহার করবেন। সম্ভব হলে গণপরিবহনে না গিয়ে নিজস্ব যানবাহনে যাবেন। আমরা অনুরোধ করছি, আপনারা আবশ্যিকভাবে বাড়িতে অবস্থান করুন। জনসমাগম এড়িয়ে চলুন। যদি বাইরে যাওয়া খুবই দরকার হয়, তাহলে মাস্ক ব্যবহার করবেন।’
আক্রান্ত হয়ে কেউ এলে বিমানবন্দরে স্ক্রিনিংয়ের মাধ্যমেই তাকে শনাক্ত করে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান এই আইইডিসিআর পরিচালক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. ফ্লোরা বলেন, ‘দেশের স্থল ও নৌবন্দরে কয়েকটি ম্যানুয়াল থার্মাল মেশিন দিয়ে যাত্রীদের পরীক্ষা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ব্যক্তি ও সামাজিক সচেতনতার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্রুত আরও থার্মাল স্ক্যানার আমদানির চেষ্টা চলছে।’
সর্বোচ্চ সতর্কতা স্বত্ত্বেও এখনো ভিসা ও ফ্লাইট পরিচালনা নিয়ে কড়াকড়ি করা হচ্ছে না। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশগুলোর সাথে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে।’
করোনাভাইরাস কোভিড-১৯ কোয়ারেন্টাইন ডা. সেব্রিনা মীরজাদী ফ্লোরা