করোনা ভীতিতে ল্যুভর জাদুঘর অঘোষিত বন্ধ
২ মার্চ ২০২০ ০৬:১২
প্যারিসের ল্যুভর জাদুঘরে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক দর্শক সমেবত হন। জনপ্রিয় এই শিল্প ও বিনোদনকেন্দ্র এখন করোনাভাইরাসের ভয়ে কাবু। ল্যুভর দায়িত্বরত কর্মীরা অঘোষিতভাবে জাদুঘরটি একদিন বন্ধ রেখেছেন। খবর বিবিসির।
রোববার (১ মার্চ) সর্বসম্মতভাবে কর্মীরা জাদুঘরে দায়িত্বপালন করতে অস্বীকৃতি জানান। তাই বৃষ্টিতে ছাতা মাথায় অনেকে ল্যুভর উপস্থিত হলেও ভিতরে প্রবেশ করতে পারেননি।
ইতোমধ্যে ফ্রান্সে ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ জন। ফরাসি সরকার এক ঘোষণায় ৫ হাজার লোকের বেশি যেকোনো ইনডোর অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করেছে।
এক বিবৃতিতে ল্যুভর জাদুঘর কর্তৃপক্ষ ওয়েবসাইটে জানায়, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করতে বৈঠক হয়েছে।
ইউনিয়ন অফিসিয়াল ক্রিশ্চিয়ান গেলানি এএফপিকে বলেন, ‘কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাই বৈঠকটির আয়োজন করা হয়। তাদের কাজে যোগ দেওয়াতে চেষ্টা করা হয়েছে। কিন্তু কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন।’
ল্যুভর জাদুঘরে প্রতিদিন ৫ হাজারের বেশি জনসমাবেশ ঘটে। তাই ল্যুভরকর্মীরা শঙ্কিত বলে জানান তিনি।