মোদির আগমন প্রতিহত করার ডাকে সরকার বিব্রত নয়: কাদের
২ মার্চ ২০২০ ১৬:০৪
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রতিহত করার ডাকে সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রধান মিত্র ভারতের প্রতিনিধি হিসেবে তিনি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনে যোগ দিতে আসছেন। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসা নিয়ে যারা বিরোধিতা করছেন, তাদেরও বিরোধীতা করা উচিত হচ্ছে না।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কি নিয়ে আলোচনা হতে পারে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ১৮ মার্চ মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক আছে। তবে আলোচনা কী নিয়ে হবে তা এই মুহূর্তে বলতে পারব না। তবে আমাদের যে সম্পর্ক এই সম্পর্ক আরো দৃঢ় হবে। আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে। আরো কিছু ইস্যু আছে যেগুলো সমাধানের জন্য দিন গোনা হচ্ছে এবং আলোচনাতেও অগ্রগতি আছে।
ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের জানান, তিনি তো অনেক দিন আমাদের এখানে হাইকমিশনার ছিলেন। তখন ভারতের সঙ্গে আমাদের রোডস অ্যান্ড ব্রিজেস’র বিভিন্ন প্রকল্প নিয়ে প্রায়ই আমাদের বৈঠক হতো। এছাড়া ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। যে কারণে এই সংক্ষিপ্ত সফরেও আমার সঙ্গে তার সাক্ষাতের একটি কর্মসূচি রেখেছেন।
এছাড়া, এনআরসি নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।
এর আগে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা’র সঙ্গে বৈঠক করেন।