Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুজিববর্ষের অনুষ্ঠানে অনুমোদনের বাইরে কিছু না করার নির্দেশ’


২ মার্চ ২০২০ ১৭:০৯ | আপডেট: ২ মার্চ ২০২০ ১৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে অনুমোদনের বাইরে বাড়তি কোনো কিছু না করার বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানের নামে কেউ কোনো অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় শেখ হাসিনা এসব নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী সেখানে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর নির্ধারিত অনুষ্ঠানের বাইরে এবং নিজ নিজ মন্ত্রণালয়ের বাইরে কোনো অনুষ্ঠান করে বাড়তি অর্থ ব্যয় করা যাবে না।’ এছাড়া সমন্বিত প্রক্রিয়ায় মুজিব বর্ষ উদযাপনের বরাদ্দ দেওয়া বাজেট খরচ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ‘জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানের নামে কেউ কোনো অনিয়মের চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।’

এ ছাড়া মন্ত্রিপরিষদের বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া ও জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি-২০২০-এর খসড়া অনুমোদন করা হয়।

অনুমোদন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মন্ত্রিসভা মুজিববর্ষ শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর