Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোভিড-১৯ মোকাবিলায় ভ্যাকসিন নেই, প্রতিরোধে জোর দিচ্ছে সরকার’


২ মার্চ ২০২০ ১৯:১৪

ফাইল ছবি

ঢাকা: জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ভ্যাকসিন নিয়েও আপাতত কোনো আশাবাদ নেই। তাই প্রতিরোধের ওপরই জোর দিচ্ছে সরকার।’

সোমবার (২ মার্চ) রাজধানীর মহাখালীতে অবস্থিত আইইডিসিআর কার্যালয়ে করোনাভাইরাস নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা এ পর্যন্ত ৯৩টি নমুনা সংগ্রহ করেছি। তার মধ্যে একটিও করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে এখন সবার করণীয় নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুলে করোনামুক্ত থাকা সম্ভব।’

অপরিষ্কার হাতে নাক, মুখ, চোখ স্পর্শ না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। অসুস্থ পশুপাখির সংস্পর্শ পরিহার করুন। মাছ-মাংস-ডিম ভালোভাবে রান্না করুন। অসুস্থ হলে ঘরে থাকুন। বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে মাস্ক ব্যবহার করুন। জরুরি প্রয়োজনে না হলে বিদেশ ভ্রমণ পরিহার করুন।’

‘করোনাভাইরাস তাপমাত্রার ওপর নির্ভর করে না। আমাদের থেকে অনেক বেশি তাপমাত্রার দেশেও করোনাভাইরাস ছড়াচ্ছে’ বলে জানান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘ঝুঁকি থাকতে পারে তাই প্রতিটি স্থলবন্দরে আমরা স্ক্যানিংমেশিন বসিয়েছি। ভারতের কেরালা পরিস্থিতি বিবেচনা করে সব স্থলবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া আছে। পাশাপাশি বিমানবন্দরে থার্মাল স্ক্যানার ছাড়াও হাতে পরিচালিত স্ক্যানারও দেওয়া আছে। দেশের বাইরে থেকে আসা সব নাগরিককে এয়ারপোর্ট ও বন্দরে স্ক্যানিং করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব কর্মী একই নির্দেশে কাজ করছেন। তবে এক্ষেত্রে সরকারের পদক্ষেপ ছাড়াও জনগণের সচেতনতা জরুরি। আমাদের পরিকল্পনা হলো দ্রুত রোগী শনাক্ত করে তাদের সবার থেকে আলাদা করা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী রেড অ্যালার্ট জারি করেছে। আমরাও তার বাইরে নই। প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরামর্শ দেওয়া হয়। আমরা তার আলোকে ব্রিফিং করি। প্রথম থেকেই আমরা তাই এটি প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি।’

বিশ্বের অন্যান্য দেশের অবস্থা জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে আজারবাইজান, ইকুয়েডর, আইল্যান্ড, মোনাকো ও কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নতুন এ পাঁচ দেশসহ এখন পর্যন্ত বিশ্বের সর্বমোট ৫৮টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বে আক্রান্ত দেশগুলোতে এখন পর্যন্ত ৮৭ হাজার ১৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে নতুন রোগী আছেন এক হাজার ৭৩৯ জন। এ রোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৯৭৭ জনের।’

বিশ্বস্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে আইইডিসিআর জানায়, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৯ হাজার ১৬৯ জন। এদের মধ্যে ২ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে অন্যান্য দেশে আক্রান্ত হয়েছেন সাত হাজার ১১৬ জন। নতুন দেশগুলোর মধ্যে আজারবাইজানে তিন জন, আয়ারল্যান্ডে এক জন, মোনাকোতে এক জন, কাতারে এক জন ও ইকুয়েডরে এক জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।

করোনা কোভিড কোভিড-১৯ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর