‘প্রযুক্তি এমন পর্যায়ে নিতে হবে মানুষ যেন ঘরে বসে ভোট দিতে পারে’
২ মার্চ ২০২০ ২১:১৯
ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের প্রক্রিয়ায় অসঙ্গতি দূর হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ভবিষ্যতে প্রযুক্তি এমন পর্যায়ে নিতে হবে যেন মানুষ ঘরে বসে ভোট দিতে পারে।’
সোমবার (২ মার্চ) রাজধানীর শের-ই বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে সরকার।’ ইভিএম সম্পর্কে না বুঝেই অনেকে অপপ্রচার করছে উল্লেখ করে আইন মন্ত্রী বলেন, ‘ইভিএমে ভোটগ্রহণ পদ্ধতিতে নানা ধরনের অসঙ্গতি দূর করতে হবে। ইভিএম পদ্ধতিকে আরও শক্তিশালী করতে সুদূর প্রসারী গবেষণা প্রয়োজন।’
সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন।