পরিবেশ আইন লঙ্ঘন: ১০ প্রতিষ্ঠানকে ৮১ লাখ টাকা জরিমানা
২ মার্চ ২০২০ ২২:৫৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিভিন্ন অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে ৮১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাহাজ ভাঙা কারখানা ও ইটভাটা রয়েছে।
সোমবার (২ মার্চ) অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন নগরীর খুলশিতে নিজ কার্যালয়ে শুনানি শেষে এই জরিমানা দেওয়ার আদেশ দেন।
পরিবেশ অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমতি না নিয়ে বার্জ নির্মাণের অভিযোগে জাহাজ ভাঙা কারখানাগুলোর মধ্যে জিরি সুবেদারকে ২০ লাখ টাকা, ওশান ইস্পাতকে ২০ লাখ টাকা, এইচ এ মান্নান স্টিলকে ১০ লাখ টাকা ও ক্রিস্টাল শিপার্সকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এস এ শিপ ব্রেকার্সকে ছাড়পত্রের শর্ত ভঙ্গের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে এসব কারখানা পরিদর্শন করে পরিবেশ অধিদফতরের টিম। এরপর তাদের শুনানিতে ডাকা হয়েছিল।
এছাড়া পাহাড় কাটার অপরাধে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে বিসমিল্লাহ ব্রিকসকে চার লাখ টাকা, খাজা ব্রিকসকে চার লাখ টাকা, মা ব্রিকসকে পাঁচ লাখ টাকা, আর বিএম ব্রিকসকে তিন লাখ টাকা ও বাদশা ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।