Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


২ মার্চ ২০২০ ২৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ নামে ৫০ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেনে।

সোমবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলা বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা আর এন্ড আর পটেটো কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপক। তার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নে। চালক আহত আলাউদ্দিন আল মামুন কালাই উপজেলার আদর্শ পাড়া মহল্লার  কহিনুর লস্করের ছেলে।

কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)আব্দুল মালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,  আবুল কাল আজাদ ও আলাউদ্দিন আল মামুন তারা একই কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপক  কোল্ড ষ্টোরেজের কাজে জয়পুরহাটের  উদ্দেশ্য যাচ্ছিলেন। পথে কালাই উপজেলার বাসষ্ট্যান্ডে  দ্রুতগামী একটি ট্রাক  পিছন  থেকে  ধাক্কা দিলে তারা দুজনে  গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই আবুল কালামের মৃত্যু হয়। আহত আলাউদ্দিন আল মামুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জয়পুরহাট সড়ক দূর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর