Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির মানববন্ধন রূপ নিয়েছে সমাবেশে


৩ মার্চ ২০২০ ১১:৪৪ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১৪:৪৬

ঢাকা: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন রূপ নিয়েছে সমাবেশে। এতে অংশ নিয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হয় এই মানববন্ধন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ড. মঈন খানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

মানববন্ধনে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল। সকাল ১১টায় মানববন্ধন শুরু হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌঁছান ১১টা ৫০ মিনিটে।

দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা রয়েছে।

টপ নিউজ বিএনপির মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর