গোপনে রাবি ছাত্রীর ভিডিও ধারণ, আটক ১
৩ মার্চ ২০২০ ১৪:৩২
রাবি: গোপনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রীর ভিডিও ধারণ করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সিরাজী ভবনের তৃতীয় তলার টয়লেটে যান। সেখানে তার ভিডিও ধারণ করে রায়হান নামের এক ব্যক্তি। টয়লেট থেকে বের হওয়ার পর বিষয়টি বুঝতে পারেন ওই ছাত্রী। তখন বন্ধুদের বিষয়টি সম্পর্কে জানালে তারা রায়হানকে আটক করে মারধর করেন। পরে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
প্রক্টর বলেন, ‘আমি যতটুকু জানি এই ব্যক্তি বহিরাগত। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বলে দাবি করেছেন। তার বাড়ি নওগাঁয়। বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে দিয়েছি।’
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, অভিযুক্ত রায়হান এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও এই বিষয়ে কোনো মামলা হয়নি।