Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াশিংটন ডিসিতে ‘বছরব্যাপী মুজিববর্ষ’ পালনের ঘোষণা


৩ মার্চ ২০২০ ১৫:৫০

ঢাকা: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘বছরব্যাপী মুজিববর্ষ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ওয়াশিংটন ডিসি’র মেয়র এ ঘোষণা দিয়েছেন।

২ মার্চ শহরটির মেয়র মুরিয়েল বোসার এই বিশেষ দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে এক ঘোষণাপত্র জারি করেন। তাতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’য় রূপান্তর ও বিকশিত হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ‘বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থী দেশ’ হিসেবে বর্ণনা করে বলেন, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘোষণাপত্রে আরও বলা হয়, ওয়াশিংটন ডিসি’র সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে চলেছে।

ওয়াশিংটনে বছরব্যাপী মুজিববর্ষ পালনের ঘোষণা

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর