করোনা আতঙ্কে জাহাজ ভিড়তে দেয়নি মিয়ানমার
৩ মার্চ ২০২০ ১৮:০১
কয়েকশ পর্যটক নিয়ে একটি প্রমোদতরী মিয়ানমারের থিলওয়া বন্দরে নোঙ্গর করতে চাইলে, যাত্রীদের কেউ কেউ করোনাভাইরাস বহন করতে পারেন এমন আতঙ্কে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ মার্চ) মিয়ানমারের একজন উর্ধ্বতন পর্যটন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, মোনাকোভিত্তিক সিলভারসি ক্রুজের প্রমোদতরীটি এর আগে থাইল্যান্ডের ফুকেট বন্দর থেকে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
মিয়ানমারের পর্যটন মন্ত্রণালয়ের ওই উর্ধ্বতন কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, ওই বিশেষ জাহাজটির কথা উল্লেখ করে আমরা সংশ্লিষ্ট বন্দরকে জানাই ওই জাহাজকে যেনো ঢুকতে দেওয়া না হয়।
তবে ওই জাহাজে করোনাভাইরাস আক্রান্ত কেউ আছে কি না, সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
এদিকে, মিয়ানমারে স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসে উচ্চহারে আক্রান্ত দেশগুলো ভ্রমণ করে আসায় ওই জাহাজকে মিয়ানমারে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত, ওই জাহাজে ৪০০ জন আরোহী রয়েছেন। মিয়ানমারে ঢুকতে না পেরে জাহাজটি এখন কোথায় যাবে, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।